আপনি কি জানেন, বর্তমান বিশ্বে সবচেয়ে ধনী দেশ কোনগুলো? অনেকেরই জানা থাকতে পারে , আবার অনেকেরই জানা না ও থাকতে পারে । উচ্চ মাথাপিছু আয়ের অনুসারে বিশ্বের শীর্ষ ৫টি ধনী দেশের ১টি তালিকা তৈরি করেছে মার্কিন প্রতিষ্ঠান ইটসজিআরনাইন। প্রতিষ্ঠানটি বিভিন্ন খাতের শীর্ষ ব্যক্তি বা প্রতিষ্ঠানের তালিকা তৈরি করে থাকে । ধনী দেশের এ তালিকা তৈরিতে জনসংখ্যার অনুপাত, আয়-ব্যয়ের পরিমাণ বিবেচনা করা হয়।
১: কাতার: মাত্র ২৫ লাখের কম নাগরিক নিয়ে এ মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ হচ্ছে কাতার । কাতারের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ২০ হাজার কোটি ডলার আর মাথাপিছু আয়. হচ্ছে ৯৩ হাজার ৪০০ উএস ডলার। মধ্যপ্রাচ্যের উপদ্বীপ খ্যাত অর্থনীতি জ্বালানি তেলের ওপর নির্ভরশীল এ দেশ । দেশটির রপ্তানি আয়ের. প্রায় ৮৫ ভাগই আসে পেট্রোলিয়াম রপ্তানি থেকে ।
২: লুক্সেমবুর্গ: ইউরোপের সবচেয়ে উন্নত দেশগুলোর একটি হচ্ছে লুক্সেমবুর্গ এটিকে বলা হয় ‘ট্যাক্স হ্যাভেন’ বা করের স্বর্গ। বিশ্বের অন্যান্য দেশের ধনকুবের ব্যবসায়ীরা নিজে দেশের উচ্চ কর হার এড়াতে তাই বসবাসের জন্য বেছে নেন লুক্সেমবুর্গ এ দেশটাকে । দেশটির বর্তমান মাথাপিছু আয় ১ লাখ ১১ হাজার উএস ডলার।
৩: সিঙ্গাপুর: প্রায় ৬৪টি দ্বীপ নিয়ে গঠিত দ্বীপ দেশ সিঙ্গাপুরের জনসংখ্যা মাত্র ৫৪ লাখ আর এর মাথাপিছু আয় ৫৬ হাজার ডলার প্রায় । এশিয়ার দেশগুলোর পারস্পরিক ব্যবসা-বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়েতুলে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সিঙ্গাপুর। তেমন কোনো প্রাকৃতিক সম্পদ না থাকলেও শুধুমাথ্ব্যবসা-বাণিজ্য করেই আজকের এ অবস্থানে এসেছে দেশটি।
৪: নরওয়ে: মাত্র ৫০ লাখ জনসংখ্যার নরওয়ের আয়ের অন্যতম উৎস প্রাকৃতিক গ্যাস ও তেলের. পাথরের বিশাল মজুত। বিশ্বব্যাপী টেলিযোগাযোগ ব্যবসাতেও নরওয়ে বেশ সফল হয়েছে । এমনকি বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইল অপারেটর গ্রামীণফোনের মূল মালিকানা প্রতিষ্ঠান. হচ্ছে নরওয়ের টেলিনর। বিপুল প্রাচুর্যের পাশাপাশি বসবাসের জন্য সারা বিশ্বে সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে নরওয়ের খ্যাতি আছে অনেক । দেশটির মাথাপিছু আয় হচ্ছে ৯৭ হাজার ৩৬৩ ডলার।
৫: হংকং: জিডিপির হিসাবে বিশ্বের পঞ্চম ধনী দেশের তালিকায় স্থান পেয়েছে হংকং নামের দেশটি ও। এশিয়াসহ সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছেই পছন্দের দেশ হচ্ছে হংকং। এশিয়ার অন্যতম ব্যয়বহুল দেশ ও. হচ্ছে হংকং. এর মাথাপিছু আয় ৪০ হাজার ডলার।
No comments:
Post a Comment