সাধারণ জ্ঞান

৫১ গুরুত্বপূর্ন সাধারণ জ্ঞান জেনে নিন



১। দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর : কাপ্তাই, রাঙামাটি
২। কোষ আবিষ্কার করেন কে?
উত্তর : রবার্ট হুক
৩। এলবিডব্লিউ (খইড) কী?
উত্তর : Leg Before Wiekets
৪। কোন দেশ সবচেয়ে বেশি পাট উৎপন্ন করে?
উত্তর : ভারত
৫। কোন সভ্যতাকে ভারত উপমহাদেশের প্রথম নগরী বলা হয়? উত্তর : সিন্ধু

৬। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে জিতে কার সঙ্গে?
উত্তর : শ্রীলংকা
৭. বাংলাদেশের মানুষের গড় আয়ু কত?
উত্তর : ৭০.৭
৮. বাংলাদেশের আইনসভার নাম কি?
উত্তর : জাতীয় সংসদ।
৯. তিনবিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত? উত্তর : তিস্তা।
১০. আয়তনে বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি এখানে কয়টি জেলা আছে?
উত্তর : ময়মনসিংহ, ৪টি।
১১. সর্বপ্রথম কবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়? উত্তর : ২রা মার্চ, ১৯৭১ সালে।
১২. আমাদের জাতীয় সঙ্গীতের সুরকার কে, এটি তার কোন কবিতার অংশ?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর, স্বরবিতান।
১৩. বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন? উত্তর : মেজর জ্যামস রেনেল।
১৪. বাংলাদেশের জাতীয় ফুল, ফল, পশু, পাখি, মাছ, খেলার নাম লেখ। উত্তর : শাপলা, কাঁঠাল, টাইগার, দোয়েল, ইলিশ, কাবাডি।

১৫. বি পি এল ২০১৭ কততম আসর?
উত্তর : পঞ্চম।
১৬. IPO এর পূর্ণরূপ কি?
উত্তর : International Police Organization.
১৭. বর্তমানে বাংলাদেশের বৃহত্তম যুদ্ধ জাহাজ কোনটি? উত্তর : সমুদ্র অভিযান।
১৮. ঢাকা বর্তমানে বিশ্বের কততম জনবহুল শহর? উত্তর : ১১তম।
১৯. বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে?
উত্তর : ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস।
২০. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তর : ১৫০ ফুট। / ৪৬.৫ মিটার।
২১. DGI এর পূর্ণরূপ কি?


২২. উপগ্রহ ভূ-কেন্দ্র কী?
উত্তর : যে জায়গা থেকে স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়।
২৩. ক্যাডেট কলেজ কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়? উত্তর : প্রতিরক্ষা মন্ত্রণালয়।
২৪. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তর : হামিদুর রহমান।
২৫. এ বছর শান্তিতে নোবেল বিজয়ী কে?
উত্তর : আইক্যান (একটি জোট)।
২৬. নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে?
উত্তর : শিরিন ইবাদী।
২৭. ILO এর পূর্ণরূপ কি?
উত্তর : International Labour Organization.
২৮. বারকোড কোন ক্ষেত্রে ব্যবহৃত প্রযুক্তি?
উত্তর : ব্যবসা ক্ষেত্রে।
২৯. আমরা বর্তমানে কোন যুগে বাস করছি? উত্তর : ডিজিটাল।
৩০. নাসাপয়ের আকৃতি কেমন?
উত্তর : ত্রিকোণাকার।
৩১. মধ্য কর্নে কয়টি হাড় আছে? উত্তর : ৩টি।
৩২. ফলকের গঠনেতে পাতা কয় প্রকার?
উত্তর : ৩ প্রকার।
৩৩. আইকন অর্থ কি? উত্তর : একটি ছোট ছবি।
৩৪. সবুজ পাট থেকে কি উৎপন্ন হয়?
উত্তর : বস্ত্রশিল্প।
৩৫. প্রকৃতির মূল উপাদান কয়টি? উত্তর : ৪টি।
৩৬. পাল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তর : রাজা গোপাল।
৩৪. তাম্রলিপি বর্তমানে কোথায় অবস্থিত?
উত্তর : মহাস্থানগড়।
৩৫.সালোক সংশ্লেষণের পর্যায় কয়টি?
উত্তর : ২টি।
৩৬. হ্যারিপটারের লেখক কে?
উত্তর : জে. কে. রাউলিং।
৩৭. ২০১৮ সালের ১ম দিন সোমবার হলে ৩১শে ডিসেম্বর কি বার হবে? উত্তর : সোমবার।
৩৮. M, P, S, V - শূন্যস্থানের বর্ণটি লিখ। উত্তর : Y.
৩৯. ৩০ কে দিয়ে ভাগ করে ১০ যোগ করলে যোগফল কত হবে? উত্তর : ৭০।
৪৩. নিচের নম্বর সিরিজে কোনটি বসবে?
১, ২, ৮, ৪৮, ৩৪৮
ক) ১৯৮০ খ) ২৮৪০ গ) ৩৮৪০ ঘ) ৪৬২০
৩৪। কোষের অংশ কয়টি?
উত্তর : তিনটি
৪৫। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?
উত্তর : ১১টি
৪৬। কুমিল্লার পুরনো নাম কী?
উত্তর : ত্রিপুরা

৪৭। পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কী?
উত্তর : নীল নদ
৪৮। C.P.U এর পূর্ণরূপ কী?
উত্তর : Central Processing Unit.
৪৯। বাংলাদেশের প্রথম ক্যাডেট কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৫৮ সালে
৫০। প্রস্তাবিত পদ্মা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর : ৬.১৫ কি.মি.
৫১। বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার কত সালে শুরু হয়?
উত্তর : ১৯৬৪ সালে

No comments:

Post a Comment

পৃথিবীর সবচেয়ে সেরা ৫ টি বিশ্ববিদ্যালয়

Mysterious earth,knowyouworld পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করার স্বপ্ন বুকে লালন করে শত শত মেধাবী তরুণ ও তরুণীর...