Tuesday, March 27, 2018

পৃথিবীর সবছেয়ে বড় দশটি নদী

পৃথিবীর জুড়ে রয়েছে অসংখ্য নদ, নদী। স্থলভাগের বুক চিরে বয়ে চলছে অবিরাম ধারায় নদী গুলো । বিশ্বের জলভাগে দীর্ঘতম আসন নিয়ে রয়েছে যে নদীগুলো   আজ জানব সেই নদী গুলো সম্পর্কে। তাহলে জানা যাক পৃথিবীর সবচেয়ে বড় ও দীর্ঘতম ১০টি নদী সম্পর্কে কিছু তথ্য।



১) নীল নদ: পৃথিবী দীর্ঘতম  নদী হল নীল নদ (Nile)। নীল (Nile) নদের দৈর্ঘ্য হল ৬,৬৫০ কিলোমিটার । ইথিওপিয়া, ইরিত্রিয়া, সুদান, উগান্ডা, তাঞ্জানিয়া, রুয়ান্ডা, বুরুন্ডি, মিশর, কঙ্গো, দক্ষিণ সুদান  ,কেনিয়া ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে ভূমধ্য সাগরে সাথে ।






) আমাজান: পৃথিবীর সব চেয়ে প্রস্তুত নদি হচ্ছে (Amazon) আমাজন নদী। একটি নদী কি পরিমাণ পানি প্রবাহিত করে তার উপর ভিত্তি করেই বড় নদী নির্বাচিত করা হয় আর এটি সবচেয়ে বেশী পানি প্রবাহিত হওয়া নদী। সেই হিসেবে আমাজন নদী প্রতি সেকেন্ডে ১,৮০,০০০ কিউবিক মিটার (cubic metres) পানি প্রবাহিত করে পৃথিবীর সব চেয়ে বড় নদী হিসেবে নিজের স্থান দখল করে আছে আয়তনের দিক দিয়েও বড় । আমাজন (Amazon) নদীর দৈর্ঘ্য ৬,৪০০ কিলোমিটার.   প্রায় । ব্রাজিল, পেরু, বোলিভিয়া, কলোমবিয়া, ইকুয়েডর, ভেনিজুয়েলা, গিয়ানা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে সাথে ।


৩) ইয়াংজি: Yangze নদীর দৈর্ঘ্য ৬,৩০০ কিলোমিটার যা পৃথিবীর ৩য়.। চীনে মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে পূর্ব চীন সাগরে সাথে ।



৪) মিসিসিপি: মিসিসিপি (Mississipi) নদীর দৈর্ঘ্য ৬,২৭৫ কিলোমিটার। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে মেক্সিকো উপসাগরে সাথে ।  ৫) ইয়েনিছি: Yenisei নদীর দৈর্ঘ্য ৫,৫৩৯ কিলোমিটার। রাশিয়া ও মঙ্গোলিয়ার মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে (Kara Sea)কারা সাগরে সাথে।



৬) ইয়োলো রিভার: Yellow River বা হলুদ নদীর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার।চীনের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Bohai Sea তে।


৭) ওবি: ওবি নদীর দৈর্ঘ্য ৫,৪১০ কিলোমিটার। রাশিয়া, কাজাখিস্তান, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে  ওবিউপসাগরে এসে পড়েছে ।


৮) পারানা: পারানা (Paraná) নদীর দৈর্ঘ্য ৪,৮৮০ কিলোমিটার। ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, বোলিভিয়া, উরুগুয়ে ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে রেই অ. ড়ো তে এ।


৯)কঙ্গো: কঙ্গো (Congo) নদীর দৈর্ঘ্য হল ৪,৭০০ কিলোমিটার । কঙ্গো, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, এ্যাঙ্গোলা, তাঞ্জানিয়া, ক্যামেরুন, জাম্বিয়া, বুরুন্ডি, রুয়ান্ডা ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে আটলান্টিক মহাসাগরে সাথে।


১০) আমুর: আমুর (Amur)নদীর দৈর্ঘ্য হল ৪,৪৪৪ কিলোমিটার প্রায় । রাশিয়া, চীন, মঙ্গোলিয়া ইত্যাদি দেশের মাঝ দিয়ে প্রবাহিত হয়ে শেষে এসে মিশেছে Sea of Okhotsk.   ওকাওতসকে এ

No comments:

Post a Comment

পৃথিবীর সবচেয়ে সেরা ৫ টি বিশ্ববিদ্যালয়

Mysterious earth,knowyouworld পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করার স্বপ্ন বুকে লালন করে শত শত মেধাবী তরুণ ও তরুণীর...