Tuesday, March 27, 2018

পৃথিবীর সবচেয়ে রহস্যময় ৫টি স্থান

বিশাল এই পৃথিবীর সমপরকে কতটুকুই বা আমরা জানি? এই পৃথিবীর আনাচে কানাচে রয়েছে নানা রকমের  রহস্য। আমরা অনেকই মনে করি পৃথিবীর প্রতিটি স্থান প্রতিটি কোণা মানুষের জানা হয়ে গেছে  | আমরা ভুল ধারণা নিয়েআছি পৃথিবীতে এমন অনেক স্থান আছে যা বৈজ্ঞানিকদের কাছে এখনও রহস্যের খনি হয়ে  রয়েগেছে। এমন কিছু রহস্যময় স্থান নিয়ে আজকে আমাদের এই ফিচার সাজানো ।
১। Mount Roraima, Venezuela, Brazil

২.৩লক্ষাধিক বছর আগে ব্রাজিল, ঘানা এবং ভেনেজুয়েলার বর্ডারে এই পাহাড়টি তৈরি হয়ে হয়| এই পাহাড়ের সবচেয়ে চমকপ্রদ বিষয় হল এটির চূড়া প্রায় ৯০০০ ফুট উপরে বড় একটি মালভূমি রয়েছে  যেখানে প্রায় প্রতিদিন বৃষ্টি হয়ে থাকে। এখানে অনেক বিরল প্রজাতির প্রাণীর দেখা মেলে প্রায়। 
২। Lake Vostok

লেক ভস্টক পৃথিবীর অন্যতম বড় লেক গুলোর মধ্যে একটি । লেক অন্টারিও এর সাইজ এর সাথে কিছুটা মিলে গেলেও কিন্তু  গভীরতা দিক থেকে এটি সবচেয়ে বড় লেক। প্রায় ২.৫ গভীরতা এবং ১৫ মিলিয়ন বরফ দিয়ে ঢাকা এর চারপাশে। এই লেকে অনেক অপরিচিত প্রাণীর ডিএনএ পাওয়া যায় এর রহস্য এখনও লোকানো।
৩। PALAWAN HIGHLANDS, PHILIPPINES



২০০৭ সালে উদ্ভিদবিজ্ঞানীদের একটি দল ফিলিপাইনের পালওয়ান আইল্যান্ডের একটি কর্নার আবিষ্কার করেছিল । তারা মাউন্ট ভিক্টোরিয়া এবং মাউন্ট সাগাপোর চূড়ায় নানা বর্নিল ফুল আবিষ্কার করে থাকেন ও। সেখানে আরও নীল মাশরুম, ছোট বানর, গোলাপী ফার্ন, তীক্ষ্ণ দাঁতযুক্ত প্রাণীর.প্রায় দেখা  পাওয়া যায় ।
৪। Sin Doong Cave

দীর্ঘদিন যাবত এই গুহাটি লোক চক্ষু আড়ালে ছিল বলা হয়।গুহাটির ডুনের গুহা নামে পরিচিত ছিল। ২০০৯ সালে সর্বপ্রথম এই গুহাটি আবিষ্কার য়েছিল এটি ৫০৭ ফিট লম্বা এবং ৬৫৫ ফিট চওড়া। এই গুহাটির ভিতরে নিজস্ব বন, নদী,আলো এবং নিজস্ব আবহাওয়া রয়েছে।
৫। Sima Humboldt & Sima Martel, Venezuela

সিমা হামবোল্ট ও সিমা মার্টেল ভেনিজুয়ালের দুই দৈত্য পাহাড় বলা হয়ে থাকে। ১৯৬১ সালে এটি আবিষ্কৃত হয়ে ছিলো । সিমাহোলকে শয়তানের স্থান বলা হয়।

No comments:

Post a Comment

পৃথিবীর সবচেয়ে সেরা ৫ টি বিশ্ববিদ্যালয়

Mysterious earth,knowyouworld পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করার স্বপ্ন বুকে লালন করে শত শত মেধাবী তরুণ ও তরুণীর...