Tuesday, April 3, 2018

সারা বিশ্বের ৫টি সেরা সুন্দর স্থান

প্রায় আমরা সকলে  নতুন নতুন জায়গা দেখতে এবং ভ্রমণ করতে চায়, কিন্তু পৃথিবীটা এতো সুন্দর যে কোথায় থেকে শুরু করবে ঠিক বুঝে উঠতে পারি না |আসুন আমরা বিশ্বের ৫ টি সেরা সুন্দর স্থান সম্পর্কে জেনে নি যা মৃত্যু আগে একবার হলেও দেখতে চাইবেন।
রহস্যময় পৃথিবী

১||হোয়াইট হ্যাভেন বিচ–অস্ট্রেলিয়া

 অপরূপ এ সৌন্দর্য প্রায় ১০ কিলোমিটার  জুড়ে অবস্থান করছে। হোয়াইট হ্যাভেন বিচ মূলত খ্যাতি লাভ করেছে এখানকার সাদা বালু গুলোর জন্য। পুরো সৈকত জুড়ে যে বালু রয়েছে তার সবটাই সাদা আর সাদা । এই বালু প্রায়  ৯৮ শতাংশ খাঁটি সিলিকা দিয়ে গঠিত, আর এই সিলিকা বালুগুলোকে অনেক বেশি উজ্জ্বল করেছে। আর এ সাদা বালির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি তাপ ধরে রাখে না|তাই এই বালি কখনোই উত্তপ্ত হয় না। প্রচণ্ড গরমেও বালির উপর দিয়ে হেঁটে যেতে কোনো রকম অসুবিধা হয় না। গ্রীষ্মকালেও আরামের সঙ্গে বালির উপরে অনায়াসে শুয়ে থাকা যায়। সিএনসি.কম সৈকতটিকে বিশ্বের সবচেয়ে পরিবেশ বান্ধব সৈকত হিসেবে স্বীকৃতি দিয়েছে। কুকুর নিয়ে এই বীচে যাওয়া যায় না এবং ধূমপান অবশ্যই নিষিদ্ধ রয়েছে ।

২||ভিক্টোরিয়া জলপ্রপাত –জিম্বাবুয়ে

অপরূপ এ সুন্দর ঝরণাটি অবস্থিত জিম্বাবুয়ের বর্ডার ও জিম্বাজি নদীর কোল ঘেঁষে। এই জলপ্রপাতটি ৩৫৪ ফুট উঁচু এবং প্রায় ১.৪ মাইল এলাকা জুড়ে আছে। প্রায় ১৬ মাইল দূর পর্যন্ত এটি রোমহর্ষক কুয়াশার সৃষ্টি করে; যা সেই অঞ্চলে ‘গুড়ুম ধোঁয়া’ নামে পরিচিত লাভ করে। একজন স্কটিশ অনুসন্ধানকারী ব্যক্তি এই জনপ্রপাতটি রানী ভিক্টোরিয়ার নামে এর নামকরণ করেছিলেন ।


৩||ফেইরি পুল–স্কটল্যান্ড


ফেইরি পুল স্কটল্যান্ডের গ্লেন ব্রিটলে অবস্থিত। ছবির মতো সুন্দর একটি স্থান ।পার্শ্ববর্তী কিউলিন পর্বত থেকে নেমে আসা ঝরনা ফেইরি পুল বয়ে গেছে। আর যাই হোক না কেন জলপ্রপাতের কমতি এখানে। মজার বিষয় হলো বরফ শীতল পানিতে আপনি সাতারের আনন্দ নিতে পারবেন এখানে তবে এটি গ্রীষ্মকালেও বেশ ঠান্ডা হয়। যাইহোক,এই জায়গায় পর্বতারোহী,বন্যপ্রাণি গবেষক এবং ব্যস্ত জীবন থেকে যারা দূরে থাকতে চান তাদের জন্য আনন্দদায়ক একা সময় কাটাতে বেশ উপযোগী একটি স্থান ।


৪||লেক ক্যারেরা–চিলি

চিলির পাতাগোনিয়ায় অবস্থিত লেক জেনারেল ক্যারেরা প্রাকৃতিক সৌন্দর্য্যের অনন্য ভান্ডার গুলোর মধ্যে অন্নতম। এখানে আরও আছে আজিউর ট্যাম্পল। অবাক লাগলেও এটি সত্যি, এই মন্দির প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়। এর দেয়াল মার্বেলের পাথর দ্বারা তৈরি ,যা আবার পানিতে  ও পরিপূর্ণ। এখানে না গেলে আপনি বিশ্বাস করতে পারবেন  না,আমাদের পৃথিবী যে কত অদ্ভুত আর বিস্ময়কর হতে পারে তার প্রমাণ এটি!

৫|| সাহারা ব্রিজ – ইয়েমেন

চমৎকার এ ব্রীজটি যুক্ত করেছে ইয়েমেনের দুই পর্বতকে। সাহারা ব্রীজ নির্মিত হয়েছিল  ১৭ শতকে মধ্যে। তুর্কিদের সাথে যুদ্ধের প্রয়োজনে এই ব্রিজ তৈরি করা হয়েছিল। ব্রীজটির অবস্থান হয়ত ভয় তৈরি করতে পারে আপনার মনে। কিন্তু এটি একটি চমৎকার এবং জনপ্রিয় টুরিস্ট আকর্ষণ স্থান । জীবনে একবার হলেও এর উপর দাঁড়িয়ে উপভোগ করা উচিত এসব
অভূতপূর্ব প্রাকৃতিক দৃশ্যগুলো।

No comments:

Post a Comment

পৃথিবীর সবচেয়ে সেরা ৫ টি বিশ্ববিদ্যালয়

Mysterious earth,knowyouworld পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া করার স্বপ্ন বুকে লালন করে শত শত মেধাবী তরুণ ও তরুণীর...