![]() |
Mysterious earth,knowyouworld |
একটি দেশের জ্ঞানভিত্তিক অর্থনীতি তৈরির অন্যতম মূল বুনিয়াদ হিসেবে কাজ করে ঐ সব দেশের উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেছেন যে,
একমাত্র প্রতিভা নিয়োগের মাধ্যমেই যে কনো একটি বিশ্ববিদ্যালয় সেরা অবস্থানে পৌছাতে পারেন। যেটি সত্যিই খুব সহজ!
দেশের সেরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমাদের সবারই কম-বেশি ধারণা রয়েছে। কিন্তু বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানার কৌতূহল আমাদের সকলের ও থেকেই যায়। কৌতূহলী সেসব মানুষের জন্যই আজকের এই লেখাটি লিখা হল! ‘হায়ার এডুকেশন কোয়ালিটি’ -এর গুরুত্ব অনুসারে ক্রমান্বয়ে বিশ্বসেরা ৫টি বিশ্ববিদ্যালয়ের নাম ও খুঁটিনাটি জেনে নাও লেখাটি পড়ার মাধ্যমে।
১। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড
যুক্তরাজ্যের অক্সফোর্ডে অবস্থিত ইউনিভার্সিটি অব অক্সফোর্ড পৃথিবীর একটি প্রাচীন ও বিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম । যদিও এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার সঠিক তারিখ সম্পর্কে জানতে পারেনা , তবে ধারণা করা হয় যে ১০৯৬ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল । ইংরেজি ভাষাভাষী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অব অক্সফোর্ড পৃথিবীর সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয় হল এটি। পৃথিবীর সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটি পৃথিবীর দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়| সাধারনত ৩১টি কলেজ নিয়ে এ বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়ে থাকেন। উচ্চাকাঙ্ক্ষী মানুষদের কাছে এ বিশ্ববিদ্যালয়টি হল স্বপ্নের নাম।
২। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার প্যাসেনাডোতে এই বিশ্ববিদ্যালয়টি অবস্থান । এটি একটি বিশ্বখ্যাত বিজ্ঞান এবং প্রকৌশল গবেষণাগার ও শিক্ষা প্রতিষ্ঠান ও, যেখানে অসাধারণ কিছু অনুষদ আর সারা বিশ্ব থেকে আগত অসংখ্য ছাত্রের সমাগম হয়ে থাকে। ১৮৯১ সালে এটি প্রথম ‘Throop University’ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯২০ সালে ‘ক্যালিফোর্নিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি’ নামকরণ করা হয়েছে।