১. কক্সবাজার :
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বসেরা সমুদ্রসৈকত হল কক্সবাজার| পাহাড়ঘেরা এ কক্সবাজার সমুদ্রসৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্রসৈকত। ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজার আদর্শ একটি জায়গা। এ ছাড়া এখানে অনেক প্রাচীন স্থাপনা আছে।
বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বসেরা সমুদ্রসৈকত হল কক্সবাজার| পাহাড়ঘেরা এ কক্সবাজার সমুদ্রসৈকত হচ্ছে বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক বালুময় সমুদ্রসৈকত। ভ্রমণপিপাসুদের জন্য কক্সবাজার আদর্শ একটি জায়গা। এ ছাড়া এখানে অনেক প্রাচীন স্থাপনা আছে।
২. সেন্টমার্টিন :
সেন্টমার্টিন হলো বিশ্বের মধ্যে অন্যতম প্রবাল দ্বীপ। অপূর্ব সুন্দর জায়গা হল সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপ ডাবের জন্য খুবই বিখ্যাত। আপনি সেন্টমার্টিনে পাবেন সুমিষ্ট ডাবের পানি ।
সেন্টমার্টিন হলো বিশ্বের মধ্যে অন্যতম প্রবাল দ্বীপ। অপূর্ব সুন্দর জায়গা হল সেন্টমার্টিন। সেন্টমার্টিন দ্বীপ ডাবের জন্য খুবই বিখ্যাত। আপনি সেন্টমার্টিনে পাবেন সুমিষ্ট ডাবের পানি ।
৩. রাঙামাটি :
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের একটি জেলা হল রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এ জেলা শহর আর আশপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান যা না দেখলে নয়। এখানকার স্থানগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই আলাদা
৪.খাগড়াছড়ি :
প্রাকৃতিক সৌন্দর্যে ভরা পার্বত্য চট্টগ্রামের একটি জেলা হল রাঙামাটি। কাপ্তাই লেকের বুকে ভেসে থাকা ছোট্ট এ জেলা শহর আর আশপাশে সর্বত্রই রয়েছে অসংখ্য বৈচিত্র্যময় স্থান যা না দেখলে নয়। এখানকার স্থানগুলো বছরের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপে সাজে। তবে বর্ষার সাজ একেবারেই আলাদা
৪.খাগড়াছড়ি :
সৃষ্টিকর্তা অপার সৌন্দর্যে সাজিয়ে তুলেছেন খাগড়াছড়িকে। এখানে রয়েছে আকাশ-পাহাড়ের সাথে মিতালি, চেঙ্গি ও মাইনি পাহাড়ের উপত্যকার বিস্তীর্ণ সমতল ভূভাগ ও উপজাতীয় সংস্কৃতির বৈচিত্র্যতা রয়েছে । যেদিকেই থাকায় শুধু সবুজ আর সবুজ । ভ্রমণবিলাসীদের জন্য আদর্শ স্থান হল এ পাহাড়ি জেলা। খাগড়াছড়ি হচ্ছে পুরোপাহাড়ি এলাাকা । এখানে আপনি, আলুটিলা রহস্যময় গুহা, রিছাং ঝরনা ঝুলন্ত ব্রীজও পাহাড়ি অদ্ভুত সৌন্দর্য উপভোগ করতে পারবেন. অনায়াসে ।
৫ দীঘিনালা বিহার
খেগড়াছড়ির দীঘিনালা উপভোগ বিহার, সাজেক ভেলী যাওয়ার পথে অবস্থিত খুব মনুরম সুন্দর এবং শান্ত – স্নিগ্ধ একটি জায়গা । এর ভিতরে প্রবেশ করার পর, আপনি দুটি মন্দির দেখবেন। একটিতে বুদ্ধের একটি বড় মূর্তি রয়েছে এবং অন্যটিতে রাঙ্গামাটি বিহারের ভান্তে নামের ১ স্থানীয়র দুটি মূর্তি রয়েছে ।
খেগড়াছড়ির দীঘিনালা উপভোগ বিহার, সাজেক ভেলী যাওয়ার পথে অবস্থিত খুব মনুরম সুন্দর এবং শান্ত – স্নিগ্ধ একটি জায়গা । এর ভিতরে প্রবেশ করার পর, আপনি দুটি মন্দির দেখবেন। একটিতে বুদ্ধের একটি বড় মূর্তি রয়েছে এবং অন্যটিতে রাঙ্গামাটি বিহারের ভান্তে নামের ১ স্থানীয়র দুটি মূর্তি রয়েছে ।
No comments:
Post a Comment